keya cosmitesশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি কেয়া কসমেটিক্স লিমিটেড প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬১ পয়সা। গত বছর যা ছিল ৫৯ পয়সা। একীভূত করণের পর প্রথম প্রান্তিকের এই আর্থিক প্রতিবেদন প্রকাশ কর কোম্পানিটি। আজ বুধবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ প্রতিবেদন প্রকাশ করা হয়।

কেয়া কসমেটিক্স সূত্র জানিয়েছে, ৩০ সেপ্টেম্বর ২০১৫ শেষ হওয়া প্রান্তিকে কোম্পনিটির  টার্নওভারের পরিমাণ দাঁড়িয়েছে ২৪৯ কোটি ৬৪ লাখ ২১ হাজার ৭২৯ টাকা। আগের বছর একই সময়ে যা ছিল ৭৫ কোটি ৩২ লাখ ৪০ হাজার ৬ টাকা। আর গ্রোস প্রফিট হয়েছে ৭১ কোটি ৯ লাখ ৬০ হাজার ৮২২ টাকা। আগের বছর যা ছিল ২০ কোটি ৫১ লাখ ৮৯ হাজার ১৪৭ টাকা।

আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬১ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৫৯ পয়সা। এ হিসেবে ইপিএস বেড়েছে ২ পয়সা। তবে বার্ষিক হিসাবে ইপিএস দাঁড়িয়েছে ২ টাকা ৪৪ পয়সা। আগের অর্থবছরে যা ছিল ২.৩৬ টাকা।