dseশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা : বুধবার লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর বেড়েছে মিরাকল ইন্ডাস্ট্রিজের। দিনশেষে কোম্পানিটির দর বেড়েছে ৭.০৬ শতাংশ। মঙ্গলবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে বুধবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে কোম্পানিটির শেয়ারের এ দর বৃদ্ধি হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার মিরাকল ইন্ডাস্ট্রিজের সমাপনী মূল্য ছিল ২৮.৩ টাকা। বুধবার দিনশেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য গিয়ে দাঁড়িয়েছে ৩০.৩ টাকায়। দিনের মধ্যে কোম্পানিটির শেয়ারের দর সীমা ছিল ২৮.৩ টাকা থেকে ৩০.৩ টাকা।

দর বৃদ্ধির শীর্ষে থাকা অপর ইস্যুগুলোর মধ্যে অলটেক্স ইন্ডাস্ট্রিজের ৫.৬৯ শতাংশ, ইস্টার্ন ব্যাংকের ৫.৩০ শতাংশ, এমআই সিমেন্টের ৪.৬০ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ৪.০৬ শতাংশ, কেয়া কসমেটিকসের ৩.৯০ শতাংশ, সিএমসি কামালের ৩.৮২ শতাংশ, ৭ম আইসিবি মিউচুয়াল ফান্ডের ৩.৮১ শতাংশ, আমান ফিডের ৩.৭৯ শতাংশ, তসরিফা ইন্ডাস্ট্রিজের ৩.৫০ শতাংশ দর বেড়েছে। দরবৃদ্ধির এ তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।