শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: বুধবার লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর কমেছে ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকের। দিনশেষে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১৪.১৪ শতাংশ। মঙ্গলবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে বুধবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে কোম্পানিটির এ দর কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকের সমাপনী মূল্য ছিল ২০.৫ টাকা। বুধবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য গিয়ে দাঁড়িয়েছে ১৭.৬ টাকায়। দিনের মধ্যে কোম্পানিটির শেয়ারের দর সীমা ছিল ১৭.৬ টাকা থেকে ১৮ টাকা।
দর হারানোর শীর্ষে থাকা অপর ইস্যুগুলোর মধ্যে –সামিট পূর্বাঞ্চল পাওয়ারের ৮.৩৬ শতাংশ, কে অ্যান্ড কিউ’র ৮.২১ শতাংশ, সামিট পাওয়ারের ৭.৯১ শতাংশ, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৫.৭৯ শতাংশ, লংকাবাংলা ফাইন্যান্সের ৫.১৫ শতাংশ, ডাচ-বাংলা ব্যাংকের ৪.২৩ শতাংশ, এল আর গ্লোবাল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৩.৮৪ শতাংশ, বিএসআরএম লিমিটেডের ৩.৭৫ শতাংশ, মডার্ন ডায়িংয়ের ৩.৩৬ শতাংশ দর কমেছে। দর হারানোর তালিকায় সব ক্যাটাগরির কোম্পানিকে বিবেচনায় নেওয়া হয়েছে।