শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। তবে দিনভর সুচকের উঠানামার মধ্যে বিরাজ ছিল। দিনশেষে সুচকের কিছুটা উন্নতি হয়েছে।
তবে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সোমবার প্রায় ৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৪৪ পয়েন্টে উঠে। আগের দিনের চেয়ে লেনদেন ৩ দশমিক ৫৮ শতাংশ বেড়ে ৩০৯ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।
লেনদেনে থাকা ৩১৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৯টির, কমেছে ১১০টির ও অপরিবর্তিত রয়েছে ৪৮টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২০ পয়েন্ট কমে ১৩ হাজার ৬৭৩ পয়েন্টে নামে।
আগের দিনের চেয়ে লেনদেন ৩১ দশমিক ০৫ শতাংশ কমে ২২ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়। লেনদেনে থাকা ২৩৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৭টির, কমেছে ৯৮টি এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির।