শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)টপটেন লুজারের শীর্ষে অবস্থান করছে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স। এদিন কোম্পানির শেয়ারের দর কমেছে ২ টাকা ৭ পয়সা বা ৫ দশমিক ৩৩ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে। ডিএসইর তথ্য অনুযায়ী, আজ শেয়ারটি ৪৮ টাকা দরে সর্বশেষ লেনদেন হয়। এদিন কোম্পানির ৯৭ বারে ৩৮ হাজার ৩২৫টি শেয়ার লেনদেন হয়।

লুজারে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রগতি ইন্স্যুরেন্স। আজ কোম্পানিটির শেয়ার দর কমেছে ১ টাকা ২০ পয়সা বা ৪ দশমিক ৩২ শতাংশ। এইদিন কোম্পানিটির শেয়ার সর্বশেষ লেনদেন হয় ২৬ টাকা ৬০ পয়সা দরে। আজ ৩ বারে কোম্পানিটির ৪৮টি শেয়ার লেনদেন হয়।

লুজারের তৃতীয় স্থানে থাকা শ্যামপুর সুগার মিলস লিমিটেডের ৪ পয়সা বা ৬ দশমিক ০৬ শতাংশ শেয়ার দর কমেছে। লুজারে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, সোনারগাঁও টেক্সটাইলস, ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লিমিটেড, আইটি কনসালটেন্টস, অগ্রনী ইন্স্যুরেন্স কোম্পানি এবং ট্রাস্ট ব্যাংক লিমিটেড।