enginerশেয়ারবার্তা ২৪ ডটকম , ঢাকা: পুঁজিবাজারে আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার টপটেন গেইনারে আধিপত্য বিস্তার করছে প্রকৌশল খাতের কোম্পানি। এইদিন তালিকায় থাকা ১০ কোম্পানির মধ্যে ৪টি রয়েছে প্রকৌশল খাতের। কোম্পানি ৪টি হচ্ছে-কাশেম ড্রাইসেলস, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, বিএসআরএম স্টিল লিমিটেড এবং জিপিএইচ ইস্পাত। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, সোমবার কাশেম ড্রাইসেলস গেইনারের শীর্ষ স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর বেড়েছে ৯ টাকা ২ পয়সা বা  ৯ দশমিক ৯১ শতাংশ।এইদিন শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ১০২ টাকা দরে। আজ কোম্পানির ১৬ লাখ ৬৯ হাজার ৪৯০টি শেয়ার ৩ হাজার ৫৫৫ বারে লেনদেন হয়।

এ খাতের ষষ্ঠ স্থানে থাকা বিএসআরএম স্টিল লিমিটেডের শেয়ার দর ৫ টাকা ৮ পয়সা বা ৬ দশমিক ৭৭ শতাংশ বেড়েছে। আজ শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ৯১ টাকা ৫০ পয়সা দরে। এদিন কোম্পানির ৮ লাখ ১৪ হাজার ১৩টি শেয়ার ১ হাজার ১২৫ বারে লেনদেন হয়।

সপ্তম স্থানে থাকা বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেডের শেয়ার দর ১১ টাকা ১ পয়সা বা ৬ দশমিক ৬৩ শতাংশ বেড়েছে। আজ শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ১৭৮ টাকা ৫০ পয়সা দরে। এদিন কোম্পানির ১০ লাখ ৫৯ হাজার ৩৫৭টি শেয়ার ২ হাজার ৪৫৯ বারে লেনদেন হয়।

এছাড়া গেইনারে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- নিটল ইন্স্যুরেন্স কোম্পানি, আমরা টেকনোলজিস লিমিটেড, ইস্টার্ন লুব্রিকেন্টস, জেমিনি সি ফুড, মালেক স্পিনিং মিলস এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।