স্টাফ রিপোর্টার, শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে সুচকের দরপতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে টানা দরপতনে বিনিয়োগকারীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। বর্তমান বাজার এ অস্থিরতার পেছনে কোন করসাজি থাকতে পারে বলে অভিজ্ঞ বিনিয়োগকারীররা মনে করেন।
এছাড়া টানা দরপতনে বিনিয়োগকারীদের মুল পুঁজি নিয়ে দু:চিন্তায় দিন কাটাচ্ছেন। বিনিয়োগকারীদের দিন কাটছে আতঙ্কে। আজ সকাল থেকেই নিম্নমুখী রয়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দর। সেই সাথে নিম্নমুখী রয়েছে সবগুলি সূচক। আজ বিনিয়োগকারীদের উপস্থিতি থাকলেও লেনদেনে ধীর গতি দেখা যাচ্ছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইর প্রধান সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৪৫৯ পয়েন্টে। এখন পর্যন্ত মোট লেনদেন হয়েছে ১০ কোটি টাকার শেয়ার। ডিএসইতে লেনদেন হওয়া ২৫ টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে। একইভাবে বাজার তালিকাভুক্ত ৩০ টি কোম্পানির শেয়ারের দর কমার পাশাপাশি অপরিবর্তিত রয়েছে ১৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দর।
এদিকে এখন পর্যন্ত মোট শেয়ার লেনদেন হয়েছে ১ কোটি ৯০ লাখ শেয়ার। শেয়ারগুলো বেচা কেনা হয়েছে ১ হাজার ৪৬৭ বার হাত বদলের মধ্যে দিয়ে।
অন্যদিকে আজ এখনো লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে প্রথম দিকে রয়েছে বিএসআরএম স্টিল, ইউপিজিডিসিএল, লংকা বাংলা ফাইনান্স, সামিট পাওয়ার, অরিয়ন ফার্মা, কাসেম ড্রাইসেল, বিএসআরএম স্টিল, লাফাস সুরমা সিমেন্ট, সিনো বাংলা, অলটেক্স, ও তাল্লু স্পিনিং।