শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সাউথ ইস্ট ব্যাংকের শেয়ার প্রতি আয় কমেছে। কোম্পানিটি কনস্যুলেটেড শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৩ টাকা ৩৫ পয়সা। গত বছরের একই সময়ে এটি ছিল ৪ টাকা ১৮ পয়সা।
এ হিসাবে কোম্পানিটির আয় কমেছে ৮৩ পয়সা বা ১৯ দশমিক ৮৫ শতাংশ। সাউথ ইস্ট ব্যাংকের শেয়ার প্রতি আয় (ইপিএস) কমেছে ১৯.৮৫ শতাংশ । কোম্পানিটির ৩১ ডিসেম্বর হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে।
জানা গেছে, কোম্পানিটির গত ১ বছরে শেয়ার প্রতি নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) হয়েছে (কনস্যুলেটেড) ২৯ টাকা ৬৭ পয়সা। যা আগের বছর ছিল ২৬ টাকা ৭৭ পয়সা। আবার শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো হয়েছে (কনস্যুলেটেড) ৩ টাকা ৮৫ পয়সা। যা আগের বছর ছিল ৬ টাকা ০৯ পয়সা।
এদিকে কোম্পানিটির লভ্যাংশে কোনও পরিবর্তন হয়নি। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। গত বছরও কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।