পুঁজিবাজারে সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার তালিকার শীর্ষে অবস্থান করছে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ওরিয়ন ফার্মা লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, আলোচিত সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ১৬ দশমিক ০১ শতাংশ। কোম্পানিটির গড়ে প্রতিদিন লেনদেন হয়েছে ১৮ কোটি ২ লাখ ৩১ হাজার টাকার শেয়ার। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৯০ কোটি ১১ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড। এই কোম্পানির প্রতিটি শেয়ারের দর বেড়েছে ১৪ দশমিক ৪১ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির ১১ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৪০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরোসপ্তাহে কোম্পানিটির মোট ৫৬ কোটি ৬৮ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছে বিডি ফাইন্যান্স। এই কোম্পানির শেয়ার দর ১২ দশমিক ৫৯ শতাংশ বেড়েছে। গড়ে প্রতিদিন কোম্পানিটির ৩ কোটি ১৭ লাখ ৪৭ হাজার ৬০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ১৫ কোটি ৮৭ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
স্টাফ রিপোর্টার, ঢাকা