singer lagoপুঁজিবাজারে সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজারের শীর্ষে উঠে এসেছে প্রকৌশলী খাতের কোম্পানি সিঙ্গার বাংলাদেশ। গত সপ্তাহে শেয়ারটির দর কমেছে ২১ দশমিক ১২ শতাংশ। ডিএসইর তথ্য অনুযায়ী, আলোচিত সপ্তাহে কোম্পানিটি প্রতিদিন ১৪ কোটি ৬২ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

আর সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট শেয়ার লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৩ কোটি ১২ লাখ ৮৪ হাজার টাকার । দ্বিতীয় স্থানে থাকা কাশেম ড্রাইসেলসের ১২ দশমিক ২৯ শতাংশ দর কমেছে। এই কোম্পানিটি গড়ে প্রতিদিন ৯ কোটি ৯৮ লাখ ৯ হাজার ৮০০ টাকার শেয়ার লেনদেন করেছে।

আর সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট শেয়ার লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৯ কোটি ৯০ লাখ ৪৯ হাজার টাকা। লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ। এই কোম্পানিটির শেয়ার দর কমেছে ১১ দশমিক ২৫ শতাংশ।

লুজার তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে- পূবালী ব্যাংক, তাল্লু স্পিনিং, সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মর্ডার্ণ ডায়িং অ্যান্ড স্ক্রিন প্রিন্টিং, সোনারগাঁও টেক্সটাইলস, আনোয়ার গ্যালভানাইজিং এবং বিজিআইসি।

স্টাফ রিপোর্টার, ঢাকা: