স্টাফ রিপোর্টার, ঢাকা: পুঁজিবাজারে আজ সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর কমেছে ইমাম বাটনের। দিনশেষে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৭ শতাংশ। বুধবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে বৃহস্পতিবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে কোম্পানিটির এ দর কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার ইমাম বাটনের সমাপনী মূল্য ছিল ১০ টাকা। বৃহস্পতিবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য গিয়ে দাঁড়িয়েছে ৯.৩ টাকায়। দিনের মধ্যে কোম্পানিটির শেয়ারের দর সীমা ছিল ৯.২ টাকা থেকে ৯.৫ টাকা।
দর হারানোর শীর্ষে থাকা অপর ইস্যুগুলোর মধ্যে –এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৬.৭৭ শতাংশ, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের ৬.২০ শতাংশ, কাশেম ড্রাইসেলের ৬.১৯ শতাংশ, শ্যামপুর সুগার মিলসের ৬.১৫ শতাংশ, জুট স্পিনার্সের ৫.৮৩ শতাংশ, ওয়াটা কেমিক্যালের ৫.২৫ শতাংশ, মডার্ন ডায়িংয়ের ৫.০৪ শতাংশ, ওরিয়ন ফার্মার ৪.৮৩ শতাংশ, লংকাবাংলা ফাইন্যান্সের ৪.৬২ শতাংশ দর কমেছে। দর হারানোর তালিকায় সব ক্যাটাগরির কোম্পানিকে বিবেচনায় নেওয়া হয়েছে।