bankশহিদুল ইসলাম মাহিন: পুঁজিবাজারে বেশ কিছুদিন পর ব্যাংক খাতের শেয়ারের আধিপত্য লক্ষ্য করা গেছে। দীর্ঘদিন পর ব্যাংক খাতের শেয়ারের দর কিছুটা বাড়ায় এ খাতের বিনিয়োগকারীদের মাঝে কিছুটা স্বস্তি বিরাজ করছে। আজ লেনদেনের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)টপটেন গেইনারে রয়েছে ব্যাংক খাতের কোম্পানি।  এদিন গেইনারে ১০ কোম্পানির মধ্যে ৩টি ব্যাংক খাতের। কোম্পানি ৩টি হচ্ছে- পূবালী ব্যাংক, ঢাকা ব্যাংক এবং  ব্র্যাক ব্যাংক লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, গেইনার তালিকায় চতুর্থ স্থানে রয়েছে পূবালী ব্যাংক। এদিন এ ব্যাংকের প্রতিটি শেয়ারের দর বেড়েছে ৯ পয়সা বা ৫ দশমিক ০৬ শতাংশ। ব্যাংকটি সর্বশেষ লেনদেন করে ১৮ টাকা ৭০ পয়সা দরে। এদিন ১০৪ বারে ব্যাংকটির লেনদেন হয়েছে ১ লাখ ২৪ হাজার ৫২২টি শেয়ার।

গেইনারের পঞ্চম স্থানে রয়েছে ঢাকা ব্যাংক। ব্যাংকটির শেয়ার দর বেড়েছে ৯ পয়সা বা  ৫ দশমিক ৩৬ শতাংশ। ব্যাংকটির সর্বশেষ লেনদেন ১৭ টাকা ৭০ পয়সা দরে। ১০৬ বারে ব্যাংকটির ১ লাখ ১১ হাজার ৭২৫ টি শেয়ার লেনদেন হয়।

গেইনারের ষষ্ঠ স্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। ব্যাংকটির শেয়ারের দর বেড়েছে ২ টাকা ৩ পয়সা বা ৫ দশমিক ৪০ শতাংশ।

এছাড়া গেইনারে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ড, আইটিসি, জিপিএইচ ইস্পাত, ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, প্রগতি ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স এবং ইসলামিক ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।