পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩টি কোম্পানির পর্ষদ সভা আজ অনুষ্ঠিত হবে। কোম্পানি ৩টি হচ্ছে-ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আফতাব অটোমোবাইল এবং যমুনা অয়েল কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।
ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ: ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হবে বিকেল সাড়ে ৩টায়। সভায় কোম্পানির ৩০ জুন ২০১৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
আফতাব অটোমোবাইলস: আফতাব অটোমোবাইলসের পরিচালনা পর্ষদ সভা বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানির ৩১ আগস্ট ২০১৫ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
যমুনা অয়েল: যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের পর্ষদ সভা অনুষ্ঠিত হবে দুপুর আড়াইটায়। সভায় পর্যালোচনা করা হবে কোম্পানিটির ৩০জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন। প্রসঙ্গত, ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটি ২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এছাড়া, কোম্পানি ৩টি ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন ১৯(১) অনুযায়ী সভা করবে।
স্টাফ রিপোর্টার