২০ কোম্পানির বোর্ড সভার তারিখ নির্ধারন
পুঁজিবাজারে তালিকাভুক্ত ২০ কোম্পানির বোর্ড সভার তারিখ নির্ধারন করা হয়েছে। বছর শেষ হওয়া কোম্পানিগুলো বোর্ড সভার তারিখ নির্ধারন করেছে। ডিএসই সুত্রে এসব তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হলো সাফকো স্পিনিং, ফিনিক্স ইন্স্যুরেন্স, রংপুর ডেইরি অ্যান্ড ফুড, ঢাকা ডায়িং, শমরিতা হাসপাতাল, কনফিডেন্স সিমেন্ট, বিআইএফসি, কাশেম ড্রাইসেলস, উসমানিয়া গ্লাস, প্রিমিয়ার লিজিং, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, অ্যাপেক্স ফুডস, অ্যাপেক্স স্পিনিং, একটিভ ফাইন, সামিট এলায়েন্স পোট, মেট্রো স্পিনিং, এএফসি এগ্রো বায়োটেক, ইনটেক অনলাইন, মোজাফ্ফর হোসেন স্পিনিং।
বস্ত্র খাতের সাফকো স্পিনিং মিলস লিমিটেডের পর্ষদ সভা অনুষ্ঠিত হবে আগামী ২৮ অক্টোবর বুধবার। ওইদিন বিকেল ৪টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সভায় পর্যালোচনা করা হবে কোম্পানিটির গত ৯ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন।
বীমা খাতের ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পর্ষদ সভা অনুষ্ঠিত হবে আগামী ২৮ অক্টোবর বুধবার। ওইদিন বিকেল ৪টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সভায় পর্যালোচনা করা হবে কোম্পানিটির গত ৯ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন।
রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেডের পর্ষদ সভা অনুষ্ঠিত হবে আগামী ২৯ অক্টোবর বৃহস্পতিবার। ওইদিন দুপুর আড়াইটায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সভায় পর্যালোচনা করা হবে কোম্পানিটির গত ৯ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন।
ঢাকা ডায়িং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের পর্ষদ সভা অনুষ্ঠিত হবে আগামী ২ নভেম্বর সোমবার। ওইদিন সন্ধ্যা ৬টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সভায় পর্যালোচনা করা হবে কোম্পানিটির ৩০জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন।
শমরিতা হাসপাতালের পর্ষদ সভা অনুষ্ঠিত হবে আগামী ৩ নভেম্বর মঙ্গলবার। ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সভায় পর্যালোচনা করা হবে কোম্পানিটির ৩০জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন।
কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের পর্ষদ সভা অনুষ্ঠিত হবে আগামী ২৯ অক্টোবর বৃহস্পতিবার। ওইদিন বিকেল ৩টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সভায় পর্যালোচনা করা হবে কোম্পানিটির গত ৯ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন।
বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কোম্পানি লিমিটেডের (বিআইএফসি) পর্ষদ সভা অনুষ্ঠিত হবে আগামী ২৯ অক্টোবর বৃহস্পতিবার। ওইদিন বিকেল ৩টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সভায় পর্যালোচনা করা হবে কোম্পানিটির গত ৯ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন। কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন ১৬(১) অনুযায়ী সভাটি করবে।
কাশেম ড্রাইসেলসের পর্ষদ সভা অনুষ্ঠিত হবে আগামী ২ নভেম্বর সোমবার। ওইদিন বিকেল ৩টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সভায় পর্যালোচনা করা হবে কোম্পানিটির গত ৩ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন। কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৬(১) অনুযায়ী এ সভা করবে।
উসমানিয়া গ্লাসের পর্ষদ সভা অনুষ্ঠিত হবে আগামী ১ নভেম্বর রোববার। ওইদিন বিকেল ৩টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সভায় পর্যালোচনা করা হবে কোম্পানিটির ৩০ জুন ২০১৫ সমাপ্ত হিসাব বছররের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন। কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ১৯(১) অনুযায়ী এ সভা করবে।
প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স লিমিটেডের পর্ষদ সভা অনুষ্ঠিত হবে আগামী ২৮ অক্টোবর বুধবার। ওইদিন দুপুর আড়াইটায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সভায় পর্যালোচনা করা হবে কোম্পানিটির গত ৯ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন।
প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভা অনুষ্ঠিত হবে আগামী ২৯ অক্টোবর বৃহস্পতিবার। ওইদিন দুপুর আড়াইটায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সভায় পর্যালোচনা করা হবে গত ৯ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন। কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লিস্টিং রেগুলেশনস ১৬(১) অনুযায়ী সভাটি করবে। ‘জেড’ ক্যাটাগরির কোম্পানিটি ২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেডের পর্ষদ সভা অনুষ্ঠিত হবে আগামী ৩১ অক্টোবর শনিবার। ওইদিন দুপুর ১টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সভায় পর্যালোচনা করা হবে কোম্পানিটির গত ৯ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন। কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন ১৬(১) অনুযায়ী সভাটি করবে।
অ্যাপেক্স ফুডসের পর্ষদ সভা অনুষ্ঠিত হবে আগামী ৩১ অক্টোবর শনিবার। ওইদিন সকাল ১১টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সভায় পর্যালোচনা করা হবে কোম্পানিটির গত ৩ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন। কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন ১৬(১) অনুযায়ী সভাটি করবে।
অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেডের পর্ষদ সভা অনুষ্ঠিত হবে আগামী ৩১ অক্টোবর শনিবার। ওইদিন সকাল ১০টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সভায় পর্যালোচনা করা হবে কোম্পানিটির গত ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন। কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন ১৬(১) অনুযায়ী সভাটি করবে।
পরিচালনা পর্ষদ সভার তারিখ নির্ধারণ করেছে একটিভ ফাইন লিমিটেড। ঘোষণা অনুযায়ী আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে এ কোম্পানির বোর্ড সভা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, একটিভ ফাইনের বোর্ড সভা ২৯ অক্টোবর, বৃহস্পতিবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।
পরিচালনা পর্ষদ সভার তারিখ নির্ধারণ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের কোম্পানি সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড। ঘোষণা অনুযায়ী আগামী ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে এ কোম্পানির বোর্ড সভা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, সামিট এলায়েন্সের বোর্ড সভা ৩১ অক্টোবর, শনিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।
পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মেট্রো স্পিনিং লিমিটেড। ঘোষণা অনুযায়ী ৩ নভেম্বর অনুষ্ঠিত হবে এ কোম্পানির বোর্ড সভা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, মেট্রো স্পিনিংয়ের বোর্ড সভা ৩ নভেম্বর, মঙ্গলবার বিকেল ৮টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন ২০১৫ পর্যন্ত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ডের ঘোষণা আসতে পারে বলে জানা গেছে। উল্লেখ্য,২০০২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া এ কোম্পানিটি গত অর্থবছর শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিলো।
পরিচালনা পর্ষদ সভার তারিখ নির্ধারণ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি এএফসি এগ্রো বায়োটেক লিমিটেড। ঘোষণা অনুযায়ী আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে এ কোম্পানির বোর্ড সভা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, এএফসি এগ্রোর বোর্ড সভা ২৯ অক্টোবর, বৃহস্পতিবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর ২০১৫ পর্যন্ত (তৃতীয় প্রান্তিক) অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে বলে জানা গেছে।
পরিচালনা পর্ষদ সভার তারিখ নির্ধারণ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি ইনটেক অনলাইন লিমিটেড। ঘোষণা অনুযায়ী আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে এ কোম্পানির বোর্ড সভা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, ইনটেক অনলাইনের বোর্ড সভা ২৯ অক্টোবর, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ সেপ্টেম্বর ২০১৫ পর্যন্ত (তৃতীয় প্রান্তিক) অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে বলে জানা গেছে।
পরিচালনা পর্ষদ সভার তারিখ নির্ধারণ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মোজাফ্ফর হোসেন স্পিনিং মিলস লিমিটেড। ঘোষণা অনুযায়ী আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে এ কোম্পানির বোর্ড সভা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র মতে, মোজাফ্ফর স্পিনিংয়ের বোর্ড সভা ২৯ অক্টোবর, বৃহস্পতিবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। ভায় ৩০ সেপ্টেম্বর ২০১৫ পর্যন্ত (প্রথম প্রান্তিক) অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে বলে জানা গেছে।
স্টাফ রিপোর্টার