পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের তিন কোম্পানি পর্ষদ সভা আগামী ২৮ অক্টোবর বুধবার অনুষ্ঠিত হবে। বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানির (বেক্সিমকো) পর্ষদ সভা ঐদিন। ঐইদিন বিকেল ৩টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সভায় পর্যালোচনা করা হবে কোম্পানির গত ৯ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন। কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন ১৬(১) অনুযায়ী সভাটি করবে।
অন্যদিকে বেক্সিমকো সিনথেটিকস লিমিটেডের পর্ষদ সভা অনুষ্ঠিত হবে ওইদিন বিকেল ৫টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সভায় পর্যালোচনা করা হবে গত ৯ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন। কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন ১৬(১) অনুযায়ী সভাটি করবে। ‘জেড’ ক্যাটাগরির কোম্পানিটি ১৯৯৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
এদিকে বেক্সিমকো গ্রুপের আরেকটি কোম্পানি শাইনপুকুর সিরামিকস লিমিটেডের পর্ষদ সভা ওইদিন বিকেল ৪টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সভায় পর্যালোচনা করা হবে কোম্পানির গত ৯ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন। কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন ১৬(১) অনুযায়ী সভাটি করবে। ‘জেড’ ক্যাটাগরির কোম্পানিটি ২০০৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
স্টাফ রিপোর্টার , শেয়ার বার্তা ২৪ ডটকম