টপটেন গেইনারে বস্ত্র খাতের আধিপত্য
আমিনুল ইসলাম: পুঁজিবাজারে গতকাল সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনারে আধিপত্য বিস্তার করছে বস্ত্র খাত। দীর্ঘদিন পর বস্ত্র খাতের শেয়ারে সুবাতাস বইতে শুরু করছেন। দীর্ঘদিন পর বস্ত্র খাতের শেয়ারে দর বাড়ায় কিছুুটা হলেও স্বস্তিতে রেেয়ছেন বিনিয়োগকারীরা।
তাছাড়া অধিকাংশ বস্ত্র খাতের শেয়ারের দর ফেসভ্যালুর কাছাকাছি চলে আসায় এ মুহুর্তে বিনিয়োগও নিরাপদ বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। তেমনি বস্ত্র খাতের প্রতি আস্থা ফিরতে শুরু করেছে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের। পুঁজিবাজারে দীর্ঘদিন পর বাড়ছে বস্ত্র খাতের শেয়ার দর। পাশাপাশি বেড়েছে লেনদেনও।
ঐদিন গেইনারে ১০ কোম্পানির মধ্যে ৫টিই বস্ত্র খাতের। গতকাল এ খাতের নেতৃত্বে ছিল অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসই সূত্রে জানা গেছে, গতকাল গেইনার তালিকায় থাকা অলটেক্স ইন্ডাস্ট্রিজের প্রতিটি শেয়ারের দর বেড়েছে ১ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৮৮ শতাংশ।
কোম্পানিটি সর্বশেষ লেনদেন করে ১৮ টাকা ৯০ পয়সা দরে। এদিন ৮৩৭ বারে কোম্পানিটির লেনদেন হয়েছে ৯ লাখ ৬৬ হাজার ৯৫৬টি শেয়ার। গেইনারের তৃতীয় স্থানে রয়েছে জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১ টাকা ৮ পয়সা বা ৭ দশমিক ৫৬ শতাংশ। কোম্পানিটির সর্বশেষ লেনদেন ২৫ টাকা ৬০ পয়সা দরে।
ঐদিন ৪৮৮ বারে কোম্পানিটির ৮ লাখ ১৬ হাজার ২৫৪ টি শেয়ার লেনদেন হয়। গেইনারের পঞ্চম স্থানে রয়েছে এ খাতের সি অ্যান্ড এ টেক্সটাইলস লিমিটেড। এদিন শেয়ারটির দর বেড়েছে ৬ পয়সা বা ৪ দশমিক ২৩ শতাংশ। গতকাল কোম্পানিটি সর্বশেষ লেনদেন করে ১৪ টাকা ৮০ পয়সা দরে।
এদিন ১ হাজার ৩৬৯ বারে কোম্পানির ৫১ লাখ ৩ হাজার ২৯৮টি শেয়ার লেনদেন করে। এছাড়া গেইনারে থাকা বস্ত্র খাতের অন্য কোম্পানিগুলো হচ্ছে –স্টাইলক্রাফট লিমিটেড ও এইচ আর টেক্সটাইল।