স্টাফ রিপোর্টার : পুঁজিবাজারে সপ্তাহজুড়ে মিউচুয়াল ফান্ডের একক আধিপত্য ছিল। গত সপ্তাহে বিনিয়োগকারীরা মিউচুয়াল ফান্ড খাতে নতুন করে বিনিয়োগ করছেন। তাছাড়া অধিকাংশ মিউচুয়াল ফান্ড খাতের শেয়ারের দর ফেস ভ্যালুর নিচে আসায় এ খাতের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে টপটেন গেইনার তালিকায় আধিপত্য বিস্তার করেছে মিউচ্যুয়াল ফান্ড খাত।

আলোচিত সপ্তাহে টপটেন গেইনার তালিকা থাকা শীর্ষ ১০টির ৫টি এ খাতের। আর এ তালিকায় সেরা হলো গ্রীন ডেল্টা মিউচ্যুয়াল ফান্ড। সপ্তাহ জুড়ে এই ফান্ডের দর বেড়েছে ২১ দশমিক ২৮ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)  সূত্রে এ তথ্য জানা গেছে। আলোচিত সপ্তাহে গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ড প্রতিদিন ৯২ লাখ ৮৫ হাজার ২০০ টাকার ইউনিট লেনদেন করেছে। আর সপ্তাহ জুড়ে ফান্ডটি লেনদেন করেছে ৪ কোটি ৬৪ লাখ ২৬ হাজার টাকার ইউনিট।

গেইনারের তৃতীয় স্থানে রয়েছে ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড। সপ্তাহের ব্যবধানে ইউনিটটির দর বেড়েছে ১২ দশমিক ২৪ শতাংশ। আলোচিত সপ্তাহে প্রতিদিন ফান্ডটি ৪৭ লাখ ৮৪ হাজার ৪০০ টাকার ইউনিট লেনদেন করেছে। আর পুরোসপ্তাহে ফান্ডটি ২ কোটি ৩৯ লাখ ২২ হাজার টাকার ইউনিট লেনদেন করেছে। গেইনারের ষষ্ঠ স্থানে রয়েছে এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড। সপ্তাহের ব্যবধানে ইউনিটটির দর বেড়েছে ১০ টাকা ৭১ পয়সা।

আলোচিত সপ্তাহে ফান্ডটি প্রতিদিন গড়ে ১ কোটি ৩০ লাখ ১৫ হাজার ইউনিট লেনদেন করে। পুরোসপ্তাহে  ফান্ডটি ইউনিট লেনদেন করে ৬ কোটি ৫০ লা ৭৫ হাজার টাকার। এছাড়া গেইনারে থাকা অন্য ফান্ডগুলো হচ্ছে-এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান ও এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ান।

এ ব্যাপারে মশিউর সিকিউরিটিজের বিনিয়োগকারী কাদের বলেন, বর্তমান পুঁজিবাজার কিছুটা অস্থিতিশীল। তবে নিন্মমুখী বাজারে বিনিয়োগকারীরা নতুন করে মিউচুয়াল ফান্ড খাতে বিনিয়োগ করছেন। যার ফলে এ খাতে লেনদেন বাড়ছে।