সাপ্তাহিক লেনদেনের শীর্ষে আমান ফিড
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি আমান ফিড লিমিটেড উভয় স্টক এক্সচেঞ্জে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে। ডিএসই ও সিএসই সূত্রে এই তথ্য পাওয়া গেছে।
সপ্তাহজুড়ে ডিএসইতে আমান ফিডের ১ কোটি ২৭ লাখ ৬২ হাজার ৮৮৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজারদর ৯৭ কোটি ১৬ লাখ ৪৯ হাজার টাকা। যা পুরো স্টক এক্সচেঞ্জে লেনদেনের ৪.৩৮ শতাংশ।
ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা অন্যান্য কোম্পানির মধ্যে স্কয়ার ফার্মার শেয়ারে লেনদেন হয়েছে ৭৩ কোটি ৪৬ লাখ ৩০ হাজার টাকা, ইউনাইটেড এয়ারের ৫৩ কোটি ৬৩ লাখ ৩ হাজার টাকা, এমারেল্ড অয়েলের ৫২ কোটি ৯০ লাখ ৮০ হাজার টাকা, লাফার্জ সুরমার ৪৯ কোটি ৪৬ লাখ ১৪ হাজার টাকা, গ্রামীণ ফোনের ৪৫ কোটি ২০ লাখ ৪২ হাজার টাকা,
বিএসআরএম লিমিটেডের ৪৩ কোটি ৯৩ লাখ ২ হাজার টাকা, লিন্ডে বাংলাদেশের ৪২ কোটি ৯৪ লাখ ৭০ হাজার টাকা, ফার কেমিক্যালের ৪১ কোটি ৩ লাখ ৬৪ হাজার টাকা এবং ইউনাইটেড পাওয়ারের শেয়ারে লেনদেন হয়েছে ৩৯ কোটি ৯ লাখ ৬১ হাজার টাকা।
সিএসই: চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আলোচিত সপ্তাহে আমান ফিডের ১৭ লাখ ৮ হাজার ২৭১টি শেয়ার লেনদেন হয়ে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে। যার বাজারদর ১২ কোটি ৯৯ লাখ ৯৬ হাজার টাকা। সিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে থাকা অন্যান্য কোম্পানির মধ্যে ইউনাইটেড এয়ারের শেয়ারে লেনদেন হয়েছে ৬ কোটি ৮৪ লাখ ১৮ হাজার টাকা,
ইউনাইটেড পাওয়ারের ৬ কোটি ২৮ লাখ ২ হাজার টাকা, বিএসআরএম লিমিটেডের ৫ কোটি ৫২ লাখ ২৫ হাজার টাকা, লাফার্জ সুরমার ৪ কোটি ৫২ লাখ ৫০ হাজার টাকা, আরামিট সিমেন্টের ৩ কোটি ৩২ লাখ ২৬ হাজার টাকা, স্কয়ার ফার্মার ৩ কোটি ২৮ লাখ ৫১ হাজার টাকা, অলিম্পিক এক্সেসরিজের ৩ কোটি ১৫ লাখ ৪৮ হাজার টাকা, লিন্ডে বাংলাদেশের ৩ কোটি ৩৯ হাজার টাকা এবং সাবমেরিন ক্যাবলের শেয়ারে লেনদেন হয়েছে ৩ কোটি ২৪ হাজার টাকা।
স্টাফ রিপোর্টার