স্টাফ রিপোর্টার : গত সপ্তাহের লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর হারিয়েছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স। কোম্পানির শেয়ারের দর কমেছে ১৯.১৫ শতাংশ। সপ্তাহজুড়ে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ক্লোজিং প্রাইস বিবেচনায় কোম্পানিটির এ দর কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে গড়ে প্রতিদিন সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ২৯ লাখ ৭৪ হাজার ৬০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেনের পরিমাণ ১ কোটি ৪৮ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লুজারের শীর্ষে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ৪র্থ আইসিবি মিউচুয়াল ফান্ডের ১৪.৮৪ শতাংশ, বীচ হ্যাচারির ১৪.০৪ শতাংশ, ২য় আইসিবি মিউচুয়াল ফান্ডের ১১.১৮ শতাংশ, ৬ষ্ঠ আইসিবি মিউচুয়াল ফান্ডের ৯.৬৬ শতাংশ,

বিডি ওয়েল্ডিংয়ের ৯.২৩ শতাংশ, ৮ম আইসিবি মিউচুয়াল ফান্ডের ৮.২৫ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের ৭.৪১ শতাংশ, নর্দার্ন জেনারেল ইন্স্যুরেন্সের ৭.৩৪ শতাংশ ও ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের ৭.১৪ শতাংশ দর কমেছে।