ঢাকা, মে ১৯: বিনিয়োগকারীরা স্মার্টফোনে নিজেদের শেয়ার কেনাবেচনা করতে পারবেন। আগামী জুনের মধ্যে মোবাইলে শেয়ার কেনাবেচার সুবিধা চালু করা হবে বলে জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অধ্যাপক ড. স্বপন কুমার বালা। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও ডিএসইর যৌথ উদ্যোগে গত শনিবার সিলেটের স্থানীয় একটি হোটেলে দিনব্যাপী আঞ্চলিক বিনিয়োগকারী সচেতনতামূলক কর্মসূচীতে তিনি এ কথা বলেন। মঙ্গলবার ডিএসইর উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এমডি বলেন, ডিএসই সদ্য চালু করা নতুন ট্রেডিং প্লাটফর্মের পরবর্তী কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় মোবাইল ফোনের মাধ্যমে শেয়ার কেনাবেচার সুবিধা চালু করলে বিনিয়োগকারীরা পোর্টফোলিওর অবস্থা জানতে পারবেন। এ ছাড়া বিভিন্ন কোম্পানির শেয়ার দর পর্যবেক্ষণ করতে পারবেন। তিনি আরও বলেন, পুঁজিবাজারের প্রসারতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরে বিনিয়োগকারীদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের বৃহত্তর স্বার্থে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। এ জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জ নিয়মিতভাবে ঢাকা ও ঢাকার বাইরে বিনিয়োগকারী সচেতনতামূলক কর্মশালার আয়োজন করে আসছে। এ সময়ে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান, ডিএসইর ট্রেনিং একাডেমির উপ-মহাব্যবস্থাপক হোসনে আরা পারভীন, সার্ভেইল্যান্স ডিপার্টমেন্টের ব্যবস্থাপক মো. আব্দুল লতিফ ও ট্রেনিং একাডেমির ব্যবস্থাপক রনি ইসলাম।

শেয়ারনিউজ২৪/এজেড/১৯.৩০ঘ