শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ৩১ ডিসেম্বর ২০২৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৩৫ পয়সা। এছাড়া, ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৭৬ পয়সা। আগামী ২৪ এপ্রিল বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ মার্চ।

রবি আজিয়াটা ২০২০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। তালিকাভুক্তির পর গত বছরের জন্য কোম্পানিটি সর্বোচ্চ লভ্যাংশ ঘোষণা করেছে। রবি জানিয়েছে, ২০২২ সালের তুলনায় গত বছর কোম্পানিটির আয়ে প্রায় ১৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

গত বছর শেষে কোম্পানিটি ৩২১ কোটি টাকা মুনাফা করেছে। গত বছর রবিতে নতুন ৪৩ লাখ গ্রাহক যুক্ত হয়েছে। তাতে বছর শেষে কোম্পানিটির মোট গ্রাহকসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ কোটি ৮৭ লাখে, যা দেশের মোট মুঠোফোন ব্যবহারকারীর ৩১ শতাংশ। রবির মোট গ্রাহকের ৬১ শতাংশই ফোর–জি বা চতুর্থ প্রজন্মের সেবা ব্যবহারকারী গ্রাহক। গত বছরও ফোর–জি সেবায় শীর্ষে ছিল রবি।

রবি আজিয়াটার শেয়ারের সিংহভাগ বা প্রায় ৬২ শতাংশ শেয়ারের মালিকানা রয়েছে মালয়েশিয়াভিত্তিক আজিয়াটা গ্রুপ বারহাদের হাতে। সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ১০ শতাংশ শেয়ার। বাকি ২৮ শতাংশের বেশি শেয়ার রয়েছে ভারতী এয়ারটেলের (ভারত) হাতে।