শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড ফ্লোর প্রাইস ভেঙ্গেই বাজিমাত করেছে। পাশাপাশি ওরিয়ন ইনফিউশনকে টপকে লেনদেনের শীর্ষে বিকন ফার্মা লিমিটেড। কোম্পানিটির আজ দরবৃদ্ধির শীর্ষ অবস্থানে রয়েছে।

একই সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক বেড়েছে ১৪.৫৯ পয়েন্ট। এর মধ্যে বিকন ফার্মা একাই যোগ করেছে ১৪.৯২ পয়েন্ট। কোম্পানিটি আজ সূচকের বড় উত্থানে একাই ভুমিকা রাখছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে আজ টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বিকন ফার্মার। এর ফলে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে অবস্থান করছে। দীর্ঘদিন ফ্লোর প্রাইস থেকে বের হয়ে আসার কারণে কোম্পানিটিকে ঘিরে বিনিয়োগকারীদের মধ্যে অনেক আশা জেগেছে। তারা মনে করছেন, সামনে যদি এই দর বৃদ্ধির ধারা অব্যহত থাকে তবে শেয়ারটির দর তার আগের অবস্থায় ফিরে যেতে পারে।

গত ২ বছরের মধ্যে বিকন ফার্মার ২০২২ সালের ৬ অক্টোবর সর্বোচ্চ দরে লেনদেন হয়েছিল ৩৮০ টাকা ৮০ পয়সায়। এরপর কোম্পানিটির দর ধারাবাহিকভাবে কমে ফ্লোর প্রাইসে আটকে যায়। গত ২০২৩ সালের ৪ এপ্রিল থেকেই কোম্পানিটি ফ্লোর প্রাইসে আটকে ছিল।

আজ ডিএসইতে কোম্পানিটির ২১ টাকা ৪০ পয়সা বা ৮.৭৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৬৬ টাকা ৪০ পয়সায় দাঁড়িয়েছে। এদিন কোম্পানিটির ১৭ লাখ ৬৫ হাজার ৯০৫টি শেয়ার ২ হাজার ৩৫৭বার হাতবদল হয়, যার বাজারমূল্য ৪৬ কোটি ৪১ লাখ ৩৩ হাজার টাকা।