শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) কোম্পানি আমরা টেকনোলজিস লিমিটেডের প্রায় ৮০ শতাংশ ব্যান্ডউইডথ বন্ধ করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বিটিআরসি সূত্রে এ তথ্য জানা গেছে।

বিটিআরসি সূত্রে জানা যায়, কোম্পানিটির কাছে ২২ কোটি টাকার বেশি পাওনা রয়েছে বিটিআরসির। ঋণ পরিশোধে কোম্পানিটি বেশ কয়েকটি কিস্তি দিতে ব্যর্থ হয়েছে। বকেয়া পরিশোধ করতে বারবার বলার পরেও কোম্পানিটি পাওনা পরিশোধে ব্যর্থ হয়েছে। বিটিআরসি কোম্পানিটিতে প্রশাসক বসানোর কথাও চিন্তা-ভাবনা করছে।

বিটিআরসি কোম্পানিটিকে জানিয়েছে, অন্তত ১০ কোটি টাকা পরিশোধ করে বাকি টাকা কিস্তিতে দিতে হবে। এর আগে কোম্পানিটির বকেয়া আদায় করতে ব্যান্ডউইডথ সেবা সীমিত করে দিয়েছিল বিটিআরসি। গত বছরের জুলাই মাসে ৩৩ কোটি টাকা বকেয়া বাকি থাকার জন্য কমিশন কোম্পানিটির ৫০ শতাংশ ব্যান্ডউইথ ব্লক করে দেয়। পরে তা প্রত্যাহার করে নেয়।