শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি সাইনলাইফ ইনস্যুরেন্সের মালিকানা বদলের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিটির ১ কোটি ৫৪ লাখ ১৯ হাজার ৩০৯টি শেয়ার ৭৭ কোটি টাকায় কিনে নিচ্ছে পুঁজিবাজারে তালিকা বিমা খাতের আরেক কোম্পানি গ্রিন ডেলটা ইনস্যুরেন্স।

পুঁজিবাজারে বর্তমানে সানলাইফ ইনস্যুরেন্সের প্রতিটি শেয়ারের বাজারমূল্য প্রায় ৫৩ টাকা। সেই হিসাবে বাজারমূল্যের চেয়ে কিছুটা কম দামেই উদ্যোক্তাদের শেয়ার কিনে নিচ্ছে গ্রিন ডেলটা। এর আগে বিমা কোম্পানিগুলোর নিয়ন্ত্রক সংস্থা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) গ্রিন ডেলটা ও সাইনলাইফের মধ্যকার শেয়ার কেনাবেচায় অনাপত্তি দিয়েছে।

আইডিআরএ সূত্রে জানা গেছে, সাইনলাইফ ইনস্যুরেন্সের মালিকানা বদল হওয়ার পর তাদের গ্রাহকদের দায়দেনা পরিশোধের ভারও নেবে গ্রিন ডেলটা। তারা ধীরে ধীরে গ্রাহকের পাওনা পরিশোধ করবে। এদিকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি কোম্পানিটির উদ্যোক্তাদের শেয়ারের বদলের যে অনুমোদন দিয়েছে, তাতে বেশ কিছু শর্ত আরোপ করেছে।

এসব শর্তের মধ্যে রয়েছে শেয়ার হাতবদলের পর সানলাইফ ইনস্যুরেন্স পরিচালনার জন্য ১৩ সদস্যের পরিচালনা পর্ষদ গঠন করতে হবে। আবার উদ্যোক্তাদের যে শেয়ারের হাতবদল হচ্ছে, সেসব শেয়ারের ওপর দুই বছরের বিক্রয় নিষেধাজ্ঞা বা লক-ইন থাকবে। গত ৩১ অক্টোবর সানলাইফ ইনস্যুরেন্স ও গ্রিন ডেলটা আলাদাভাবে ডিএসইর ওয়েবসাইটের মাধ্যমে শেয়ার কেনাবেচার এই তথ্য শেয়ারধারীদের জানিয়েছে।

মালিকানা বদল হলেও সানলাইফ ইনস্যুরেন্স আলাদা কোম্পানি হিসেবে কার্যক্রম চালাবে। কারণ গ্রিন ডেলটা সাধারণ বিমা খাতের কোম্পানি আর সানলাইফ জীবনবিমা কোম্পানি। তাই কোম্পানি দুটির কর্মকাণ্ডও ভিন্ন। সানলাইফ ইনস্যুরেন্স ২০১৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ওই বছর প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর মাধ্যমে কোম্পানিটি পুঁজিবাজার থেকে ১২ কোটি টাকা সংগ্রহ করে।