শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। ফলে পুঁজিবাজারে টানা দরপতনে বিনিয়োগকারীরা আস্থা সংকট ভুগছেন। মুলত নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে বাজার ভাল করার না ফুলঝুঁড়ি দিলেও স্থিতিশীলতার কোন আভাস পাচ্ছেন না বিনিয়োগকারীরা। ফলে বিনিয়োগকারীদের মাঝে আস্থা সংকট প্রকট আকারে থাকায় বাজার ঘুরে দাঁড়াতো পারছে না। এছাড়া টানা দরপতন হলেও বিএসইসি- ডিএসই নিশ্চুপ ভুমিকা পালন করছেন।

এদিকে দীর্ঘ দুই বছরের অধিক সময় পুঁজিবাজার অস্থিতিশীল থাকায় অধিকাংশ বিনিয়োগকারীর পোর্টফোলিও নেগেটিভ ইক্যুইটি হয়ে গেছে। এছাড়া আস্থা সংকটের কারণে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি পর্যায়ের বড় বিনিয়োগকারীরা সাইডলাইনে অবস্থান করছেন।

একাধিক বিনিয়োগকারীর সাথে আলাপকালে বলেন, টানা দরপতনে বিনিয়োগকারীরা আস্থা সংকটে রয়েছেন। বর্তমান বাজার পরিস্থিতিতে টানা উত্থানের বিকল্প নেই। এছাড়া পুঁজিবাজার তারল্য নয়, আস্থা সংকটে মূল কারণ বলে তারা মনে করেন।

এদিকে সপ্তাহের শেষ কার্যদিবসসহ টানা তিন কার্যদিবস ধরে সূচকের পতন ঘটেছে পুঁজিবাজারে। তবে ডিএসইতে সুচকের পতন হলেও সিএসইতে সূচকের উত্থান হয়েছে। এদিন ডিএসইতে সূচকের সাথে টাকার পরিমাণে লেনদেনও কমেছে। তবে সিএসইতে লেনদেন বেড়েছে। আজ যে পরিমাণ কোম্পানির শেয়ার দর বেড়েছে তার চেয়ে বেশি সংখ্যক কোম্পানির দর কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১.৯৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ছয় হাজার ২৭১.৮৩ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ১.২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ১২৭.৮৪ পয়েন্টে। তবে শরিয়াহ সূচক ০.৪৯ পয়েন্ট বেড়েছে।

ডিএসইতে ৩১১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৪৬টির বা ১৪.৭৯ শতাংশের দর বেড়েছে। শেয়ার দর কমেছে ৯৪টির বা ৩০.২২ শতাংশের এবং ১৭১টির বা ৫৪.৯৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। ডিএসইতে আজ ৪৬৯ কোটি ৪১ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৪৬ কোটি ৬১ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৫১৬ কোটি ০২ লাখ টাকা।

এদিন অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৪.১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৯৩.০২ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ২.৫৫ পয়েন্ট এবং সিএসআই ০.২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ১২১.০২ পয়েন্টে এবং একহাজার ১৭৩.৬৬ পয়েন্টে।

তবে সিএসই-৩০ সূচক ১২.২৮ পয়েন্ট এবং সিএসই-৫০ সূচক ১.২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩ হাজার ৩৭৮.৮৭ পয়েন্টে এবং একহাজার ৩০৭.৫০ পয়েন্টে। আজ সিএসইতে ১৬৫টি প্রতিষ্ঠানে লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৫টির, কমেছে ৪৯টির আর অপরিবর্তিত রয়েছে ৭১টি প্রতিষ্ঠানের। আজ সিএসইতে ৯ কোটি ৮৯ লাখ টাকার লেনদেন হয়েছে।