বেক্মিমকো গ্রুপের তিন কোম্পানির প্রথম প্রান্তিক প্রকাশ
শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের ৩ কোম্পানি প্রথম প্রান্তিকের মুনাফা প্রকাশ করেছে। এর মধ্যে দুই কোম্পানির মুনাফা থাকলেও বেক্সিমকো লিমিটেডের প্রথম প্রান্তিকে মুনাফা থেকে লোকসানে। কোম্পানিগুলো হলো: বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মা ও শাইনপুকুর সিরামিক লিমিটেড।
বেক্সিমকো লিমিটেড : বেক্সিমকো লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। রোববার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৭৯ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৩ টাকা ৮৩ পয়সা।
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড: বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যমতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৩ টাকা ৪৮ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৩ টাকা ২৪ পয়সা।
শাইনপুকুর সিরামিকস লিমিটেড: শাইনপুকুর সিরামিকস লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। রোববার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ১ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ১০ পয়সা। কোম্পানিটি জানিয়েছে, মূলত জ্বালানি খাতে ব্যয় বেড়ে যাওয়ায় মুনাফার উপর নেতিবাচক প্রভাব পড়েছে। গত বছর প্রথম প্রান্তিকে কোম্পানিটির জ্বালানি বাবদ ব্যয় ছিল ৪ কোটি ২ লাখ টাকা। চলতি বছরের প্রথম প্রান্তিকে এটি বেড়ে ৯ কোটি ৭৭ লাখ টাকা হয়েছে।