শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচকের বড় দরপতনে লেনদেন শেষ হয়েছে। তবে হঠাৎ সূচকের বড় দরপতনে আতঙ্কিত হয়ে পড়ছেন বিনিয়োগকারীরা। মুলত এদিন ওষুধ ও রসায়ন খাত , খাদ্য ও আনুষঙ্গিক খাত এবং বিমা খাতের শেয়ার বিক্রির হিড়িক সূচকের বড় দরপতন হয়েছে।

এতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ১২ পয়েন্ট। সূচকের পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণও। এর ফলে টানা চার কার্যদিবস পর পুঁজিবাজারে সূচকের দরপতন হয়েছে। তবে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৩ পয়েন্ট।

বাজার সংশ্লিষ্টরা বলেছেন, পুঁজিবাজারে টানা চার কার্যদিবস উত্থানের পর সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের কিছুটা দরপতন হয়েছে। তবে দরপতন হলেও আতঙ্কিত হওয়ার কিছু নেই। কারণ টানা দরবৃদ্ধির পর একটু সূচকের কারেকশন বাজারের জন্য ভাল লক্ষণ।

ডিএসইর তথ্য মতে, সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১২.৮৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ছয় হাজার ২৭৬.১৭ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩.৬৩ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৪.৯৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে একহাজার ৩৫৯.৯২ পয়েন্টে এবং দুই হাজার ১৩৫.৪৯ পয়েন্টে।

সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইতে ৩০৯টি প্রতিষ্ঠানের ১০ কোটি ২ লাখ ৪০ হাজার ৭৫৬টি শেয়ার, মিউচুয়াল ফান্ড এবং বন্ডের হাত বদল হয়েছে। তাতে ডিএসইতে লেনদেন হয়েছে ৫৩৯ কোটি ৫৮ লাখ ২৭ হাজার টাকা। যা আগের কার্যদিবস থেকে ১৫ কোটি ৩৩ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৫৫৪ কোটি ৯১ লাখ টাকা।

এদিকে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৩.৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৮৮.৯৫ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ১.৯৬ পয়েন্ট, সিএসই-৫০ সূচক ০.০১ পয়েন্ট এবং সিএসআই সূচক ০.৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ১১২.৫৯ পয়েন্টে, এক হাজার ৩০৭.৭৯ পয়েন্টে এবং একহাজার ১৬৯.১৪ পয়েন্ট কমেছে। তবে সিএসই-৩০ সূচক ৬.৯৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩৫৬.৩৩ পয়েন্টে।

সপ্তাহের প্রথম কার্যদিবসে সিএসইতে ১৩৮টি প্রতিষ্ঠানে লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৭টির, কমেছে ৫০টির আর অপরিবর্তিত রয়েছে ৫১টি প্রতিষ্ঠানের। সিএসইতে ৫ কোটি ০৫ লাখ টাকার লেনদেন হয়েছে।