শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ৮১ কোটি ৭৭ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে চার কোম্পানির শেয়ার। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
আজ ব্লক মার্কেটে বড় লেনদেন করা তিন কোম্পানির মধ্যে রয়েছে ইসলামী ব্যাংক, সি পার্ল রিসোর্ট, ন্যাশনাল ব্যাংক এবং এমারেল্ড অয়েল। আজ এই চার কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৬৪ কোটি ৮০ লাখ টাকারও বেশি। যা ব্লক মার্কেটে মোট লেনদেনের ৭৯ শতাংশ।
জানা গেছে, এই চার কোম্পানির মধ্যে ইসলামী ব্যাংকের ৪২ কোটি ৩৭ লাখ ৬৮ হাজার, সি পার্ল রিসোর্টের ৯ কোটি ১৮ লাখ ১৪ হাজার, ন্যাশনাল ব্যাংকের ৬ কোটি ৯৯ লাখ ৯৪ হাজার এবং এমারেল্ড অয়েলের ৬ কোটি ২৫ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্যদিকে, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে: সোনালী পেপারের ২ কোটি ৪২ লাখ ৯৩ হাজার, ব্রাক ব্যাংকের ২ কোটি ২৪ লাখ ৪৮ হাজার, পাওয়ার গ্রীডের ১ কোটি ৪১ লাখ ৬০ হাজার, খান ব্রাদার্সের ১ কোটি ২৪ লাখ ৪০ হাজার, রিপাবলিক ইন্সুরেন্সের ১ কোটি ১০ লাখ এবং সিটি জেনারেল ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ৬০ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।