শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক ড. রুমানা ইসলাম বলেছেন, যে টাকা এক বছর ব্যাংকে পড়ে থাকলে সমস্যা নেই, সেই টাকাই শেয়ারবাজারে বিনিয়োগ করতে হবে। অনেকে জমি, সোনা-গয়না বিক্রি বা বন্ধক দিয়ে শেয়ারবাজারে বিনিয়োগ করে। সেটি করা যাবে না। আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এক প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিএসই ট্রেনিং একাডেমি আয়োজিত প্রশিক্ষণ অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন ভবনে অনুষ্ঠিত হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. এটিএম তারিকুজ্জামান অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন।

বিএসইসির কমিশনার বলেন, ২০৪১ সালে আমরা একটি উন্নত দেশে পরিণত হবো। সেখানে ক্যাপিটাল মার্কেটের ভূমিকা থাকবে। যে কারণে শেয়ারবাজারকে এগিয়ে নিতে হবে।

সঞ্চয়ের কিছু অংশ শেয়ারবাজারে বিনিয়োগ করতে হবে উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, এখনই তোমাদের ভবিষ্যত গড়ার সময়। তাই আগে সঞ্চয় করতে হবে, পরে খরচ করতে হবে। আমার যদি এক লাখ টাকার সামর্থ্য থাকে, তবে আমি ৫০ হাজার টাকার ঝুঁকি নেবো। এক্ষেত্রে ৫০ লাখ টাকার ঝুঁকি নেওয়া যাবে না।

বিশেষ অতিথির বক্তব্যে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান বলেন, শেয়ারবাজারে কারসাজি রোধে লিগ্যাল ফ্রেমওয়ার্ম দরকার। ল’ অ্যান্ড এনফোর্সমেন্ট দুর্বল হলে বিনিয়োগকারীদের নিরাপত্তা থাকে না। বিনিয়োগকারীদের নিরাপত্তা দেওয়া আমাদের প্রাথমিক দায়িত্ব।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন ড. সীমা জামান, আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, ডিএসই ট্রেনিং একাডেমির ডিজিএম সৈয়দ আল আমিন রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।