শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মেট্রো স্পিনিংয়ের কারখানা পুনর্গঠন, মেশিনারি স্থাপন এবং পরীক্ষামূলক উৎপাদনের জন্য কোম্পানিটির উৎপাদন ১ বছর বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানি আশা করছে উক্ত সময়ের মধ্যে ভারসাম্য, আধুনিকীকরণ, পুনর্বাসন এবং সম্প্রসারণ (বিএমআরই) সম্পন্ন হবে। কোম্পানিটি জানিয়েছে, ভবন পুনর্গঠনের পর কোম্পানিটি বিদেশ থেকে আমদানি করা নতুন যন্ত্রপাতি স্থাপন করবে। এরপর পুরানো যন্ত্রপাতি বিক্রি করে দিবে।

এছাড়া কোম্পানি পরবর্তী সময়ে ভারসাম্য, আধুনিকীকরণ, পুনর্বাসন এবং সম্প্রসারণ বাস্তবায়নের অগ্রগতি শেয়ারহোল্ডারদের এবং নিয়ন্ত্রক সংস্থাকে জানাবে। এছাড়াও কোম্পানির বাণিজ্যিক উৎপাদন পুনরায় শুরু করার বিষয়ে অবহিত করবে।

কোম্পানিটি আরো জানিয়েছে, বিএমআরই বাস্তবায়নের পর প্রকল্পের উৎপাদন ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে অর্থাৎ বিদ্যমান উৎপাদন ক্ষমতা থেকে ১১০ শতাংশ টার্নওভার ও মুনাফা বৃদ্ধি পাবে।