শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৮ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৯১৫ বারে ২৪ লাখ ৬১ হাজার ৯৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৬ কোটি ২৪ লাখ টাকা।

গত ২৯ আগস্ট ক্রিস্টাল ইন্সুরেন্সের শেয়ারদর ছিল ৫৯ টাকা ৭০ পয়সা। সর্বশেষ সোমবার কোম্পানিটির শেয়ার টানা বেড়ে দাঁড়িয়েছে ১১৫ টাকায়। ১৪ কর্মদিবসে শেয়ারটির দর বেড়েছে ৫৬ টাকার বেশি বেড়েছে।

অন্যদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)তে  বিনিয়োগকারীদের অনাস্থার শীর্ষে উঠে এসেছে মেট্রো স্পিনিং লিমিটেড। জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৭৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪ হাজার ৬৫৪ বারে ৫৯ লাখ ৯৯ হাজার ১২৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৮ কোটি ৯৮ লাখ টাকা।