শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সামান্য কারেকশনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে বীমা খাত সহ জুন ক্লোজিং কিছু কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে বড় দরপতন থেকে রক্ষা পেয়েছে পুঁজিবাজার। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে দশমিক ৩১ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৩ পয়েন্ট। সূচকের পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণ।

এর ফলে রোববার উত্থানের পর সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে পুঁজিবাজারে কিছু সুচকের কারকেশন হয়েছে। আজ ডিএসইতে সূচকের সাথে টাকার অংকে লেনদেন কমেছে ১৩৩ কোটি টাকার বেশি। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক কমলেও বেড়েছে লেনদেন। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বীমা খাতের ৫৭টি কোম্পানির শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৩৮টির, কমেছে ১৩টির আর অপরিবর্তিত রয়েছে ৬ কোম্পানির শেয়ারর দাম। অপরদিকে খাদ্য, ওষুধ এবং বস্ত্র খাতসহ বেশির ভাগ খাতের শেয়ারের দাম কমেছে। তাতে দরপতন হয়েছে। এদিন মোট ৬৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। তার মধ্যে বিমা খাতের শেয়ারের দাম বেড়েছে ৩৮টির।

ডিএসইর দেওয়া তথ্য মতে, সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেন হওয়া ৩১৮ কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৮টির। বিপরীতে কমেছে ৮৪টির আর অপরিবর্তিত রয়েছে ১৬৬টি কোম্পানির শেয়ারের দাম। তাতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে দশমিক ৩১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৩১০ পয়েন্টে। ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস শরীয়াহ সূচক ১ দশমিক ৪৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৩৬১ পয়েন্টে। ডিএস-৩০ সূচক ২ দশমিক ২৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৮ পয়েন্টে।

এদিন ৩১৮টি কোম্পানির ১৩ কোটি ৬৮ লাখ ৭২ হাজার ৬০৬টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে; যা টাকার অঙ্কে ৭৩৪ কোটি ৬১ লাখ ৭১ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৮৬৭ কোটি ৬৯ লাখ ৭০ হাজার টাকা। অর্থাৎ লেনদেন আগের দিনের চেয়ে কমেছে।
আরেক পুঁজিবাজার সিএসই প্রধান সূচক ৩ দশমিক ৪৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৪৫ পয়েন্টে।

সিএসইতে ১৬৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫৪টির, কমেছে ৪৮টির ও অপরিবর্তিত রয়েছে ৬৪টির দাম। দিন শেষে সিএসইতে ৮ কোটি ১১ লাখ ২০ হাজার ৩৬৮ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এদিন পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৩.৪৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৪৬.৯৯ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ২.১১ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১৭.৪০ পয়েন্ট, সিএসই-৫০ সূচক ০.৩৮ পয়েন্ট ও সিএসআই ১.৭৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ১৪৯.১০ পয়েন্টে, ১৩ হাজার ৩৬৪.৬৫ পয়েন্টে, একহাজার ৩০৫.১৪ পয়েন্টে এবং একহাজার ১৬৮.৮৯ পয়েন্টে।

আজ সিএসইতে ১৬৬টি প্রতিষ্ঠানে লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৪টির, কমেছে ৪৮টির আর অপরিবর্তিত রয়েছে ৬৪টি প্রতিষ্ঠানের। এদিন সিএসইতে ৮ কোটি ১১ লাখ টাকার লেনদেন হয়েছে।