শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৭ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ২২ বারে ২৭ লাখ ১০ হাজার ৯৫৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১২ কোটি ১৫ লাখ টাকা।
এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ২ দশমিক ৩৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩০৪ বারে ৭১ হাজার ৯৭২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮৯ লাখ টাকা।