শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনভর সূচকের উঠানামা হলেও দিনশেষে সামান্য সূচকের দরপতন হয়েছে।তবে সূচকের উঠানামার মধ্যে দরবৃদ্ধিতে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগের কার্যদিবসে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৭০.৭০ টাকা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৭৭.৭০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৭ টাকা বা ৯.৯০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ক্রিস্টাল ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিকে আজ ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে সেন্ট্রাল ফার্মার শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আগের কার্যদিবসে সেন্ট্রাল ফার্মার শেয়ারের ক্লোজিং দর ছিল ১২.৮০ টাকা।

আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ১২.১০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ০.৭০ টাকা বা ৫.৪৬ শতাংশ কমেছে। এর মাধ্যমে সেন্ট্রাল ফার্মা ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।