শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের অস্বাভাবিক শেয়ারদর ও লেনদেন বাড়ার পেছনে কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। তবে কেন শেয়ার দর বাড়ছে এ প্রশ্ন এখন বিনিয়োগকারীদের মুখে মুখে।

পুঁজিবাজারে আলোচিত এক কারসাজির ইশরায় শেয়ার দর বাড়ছে বলে বাজারে গুঞ্জন রয়েছে। বিষয়টি বিএসইসি তদন্ত করলে রহস্য বের হয়ে আসবে। এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এক চিঠির জবাবে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি। গত চার মাসেরও বেশি সময় ধরেই কোম্পানিটির শেয়ারদর ঊর্ধ্বমুখী।

জানা যায়, চলতি বছরের ১৭ এপ্রিল ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ারদর ছিল ৩৫ টাকা ১০ পয়সা। এরপর থেকেই কোম্পানিটির শেয়ার দর ঊর্ধ্বমুখী। মাঝে তিন দফায় কোম্পানিটির শেয়ারদর কিছুটা সংশোদন হয়েছে। সর্বশেষ গতকাল কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ৬৭ টাকা ৮০ পয়সায়। শেয়ারদরের পাশাপাশি এ সময়ে কোম্পানিটির শেয়ার লেনদেনের পরিমাণও বেড়েছে উল্লেখযোগ্য পরিমাণে।

সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৩ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-জুন) ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৮ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৩০ পয়সা।

কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিক বাড়ায় সন্দেহের সৃষ্টি হয়েছে অনেক বাজার সংশ্লিষ্টদের মধ্যে। তারা বলেন, কোনো শেয়ারের দর বাড়া স্বাভাবিক ব্যাপার। কিন্তু ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ার দর যেভাবে বেড়েছে তা সন্দেহ জনক। তারা কোম্পানিটির শেয়ার এই অস্বাভাবিক বাড়া কারসাজি কিনা তা খতিয়ে দেখতে নিয়ন্ত্রক সংস্থার কাছে দাবি জানিয়েছেন।