শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচকের দরপতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন বীমা খাতের একক আধিপত্যে ছিলো।মুলত মুলত প্রফিট টেকিং কারণে সূচকের কিছুটা কারেকশন হয়েছে। আজ লেনদেনের শুরুতেই শেয়ার ক্রয়ের চেয়ে বিক্রির চাপ অব্যাহত থাকায় সূচকের কারকেশন হয়েছে।

তবে টানা তিন কার্যদিবস উত্থানের পর সূচকের কিছুটা কারেকশন নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। কারণ সূচকের একটানা উত্থানের পর কিছুটা কারেকশন স্থিতিশীল বাজারের লক্ষণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আজ দাম বৃদ্ধির বিপরীতে প্রায় দ্বিগুণ কোম্পানির শেয়ার দরপতনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ৩ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ৩১ পয়েন্ট। এদিন সূচকের পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণও।

বিশ্লেষকরা বলছেন, অনেক দিন ধরেই বিনিয়োগকারীদের লোকসান গুনতে হচ্ছে। কিন্তু গত বুধবার থেকে টানা তিন কার্যদিবস উত্থানের ফলে বিনিয়োগকারীদের কিছুটা মুনাফা তোলার সুযোগ হয়েছে। এতে করে বিনিয়োগকারীরা সেই মুনাফাটুকু তুলছেন। যার ফলে আজ পুঁজিবাজারে সূচক ও কারকেশন হয়েছে। তবে সূচক কমলেও ভয় পাওয়ার কিছু নেই। মুলত বাজারের এই অবস্থানকে মূল্য সংশোধন বলে মনে করছেন তারা।

ডিএসইর তথ্য মতে, সোমবার বাজারে লেনদেন হওয়া ৩২৪টি কোম্পানির মধ্যে ১০৩টির শেয়ারের দাম কমেছে। বেড়েছে ৫৮টি কোম্পানির শেয়ার। আর অপরিবর্তিত রয়েছে ১৬৪ কোম্পানির শেয়ার। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩.৭৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ৩০৭.৮১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ডিএসইএস ১.৮১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩.২৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৭২.১১ পয়েন্টে ও দুই হাজার ১৪৩.৪৯ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩২৪ কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এদের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৮টির বা ১৭.৯০ শতাংশের, দর কমেছে ১০২টির বা ৩১.৪৮ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ১৬৪টির বা ৫০.৬২ শতাংশের দর। এদিন ডিএসইতে ৫৭৭ কোটি ০৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৩৩ কোটি ৬০ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৬১০ কোটি ৬৫ লাখ টাকার। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৩১.৮৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৩১.৫৮ পয়েন্টে।

এছাড়া সিএসসিএক্স ১৯.২৬ পয়েন্ট, সিএসই-৫০ সূচক ১.১৫ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১৭.২৩ পয়েন্ট এবং সিএসআই ১.২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ১৩৯.৩৮ পয়েন্টে, একহাজার ৩০৮.৫৮ পয়েন্টে, ১৩ হাজার ৩৯৭.৬১ পয়েন্টে এবং একহাজার ১৭৪.৭৭ পয়েন্টে।

সিএসইতে আজ ১৪৮টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩২টির, কমেছে ৬২টির আর দর অপরিবর্তিত রয়েছে ৫৩টি। সিএসইতে আজ ১৩ কোটি ১১ লাখ টাকার লেনদেন হয়েছে।