শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিযোগাযোগ খাতের কোম্পানি বাংলাদেশ সাবমেরিন কেবলের পরিচালনা পর্ষদ ২০২২-২৩ অর্থবছরের ব্যবসায় অর্জিত মুনাফার ওপর ৫১ শতাংশ নদ লভ্যাংশ ঘোষণা করেছে। যা ২০১২ সালে কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্তির পর সর্বোচ্চ লভ্যাংশ ঘোষণা করছে। তবে সর্বোচ্চ লভ্যাংশ ঘোষণা করলেও কোম্পানিটির শেয়ারে কোনো অবস্থান নেই। বরং ফ্লোর প্রাইসে অবস্থান করছে।

ডিএসই সূত্রে জানা যায়, ২০২২-২৩ অর্থবছরের ব্যবসায় কোম্পানিটির শেয়ারপ্রতি ১৫ টাকা ১৯ পয়সা হিসেবে ২৫০ কোটি ৪৯ লাখ টাকার নিট মুনাফা হয়েছে। নীট মুনাফা থেকে ৫১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড হিসেবে শেয়ারপ্রতি ৫ টাকা ১০ পয়সা করে মোট ৮৪ কোটি ১০ লাখ টাকা বা ৩৪ শতাংশ শেয়ারহোল্ডারদের মাঝে বিতরণ করা হবে। বাকি ১৬৬ কোটি ৩৯ লাখ টাকা বা ৬৬ শতাংশ কোম্পানিটির রিজার্ভে যোগ হবে।

এর আগের অর্থবছর (২০২১-২২) কোম্পানিটির পর্ষদ ১৫ টাকা ১৬ পয়সা ইপিএসের বিপরীতে ৪৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করছিল। যা মুনাফার তুলনায় ছিল ৩০ শতাংশ।