শেয়ারবার্তা ২৪ ডটকম: পুঁজিবাজারে তালিকাভুক্ত আরও দুই ব্যাংক ডিজিটাল ব্যাংক স্থাপনে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। প্রস্তাবিত ব্যাংকের নাম হবে ডিজি১০ ব্যাংক পিএলসি (Digi10 Bank Plc)। ব্যাংক দুটি হলো: ডাচ-বাংলা ব্যাংক ও প্রাইম ব্যাংক।

ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত কনসোর্টিয়ামে যোগ দেবে ব্যাংক দুটি। ব্যাংকিং কোম্পানি আইন ১৯৯১ (বিসিএ) অনুযায়ী ডিজিটাল ব্যাংকের একজন স্পনসর ১০ শতাংশ এর বেশি শেয়ার ধারণ করতে পারে না। এই লক্ষ্যে দেশের প্রখ্যাত ১০টি ব্যাংক মিলে একটি কনসোর্টিয়াম গঠন করেছে যেখানে প্রত্যেকটি ব্যাংকের ১০ শতাংশ শেয়ার থাকবে।

যে ১০টি ব্যাংক মিলে ডিজিটাল ব্যাংক স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে, সেগুলো হলো- সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এনসিসি ব্যাংক, পূবালী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক ও প্রাইম ব্যাংক, ।