শেয়ারবার্তা ২৪ ডটকম: সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এমবি ফার্মাসিউটিক্যালস লিমিটেড।আর ডিএসইতে দরপতনের শীর্ষে প্রকৌশল খাতের দেশবন্ধু পলিমার লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এমবি ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৪৮ শতাংশ। কোম্পানিটি ৬৩১ বারে ৩৮ হাজার ২১৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ২৯ লাখ টাকা।

দরবৃদ্ধির তালিকায় ২য় স্থানে থাকা লিব্রা ইনফিউশনের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৩ দশমিক ৮৩ শতাংশ । কোম্পানিটি ১ হাজার ২৮৪ বারে ৩০ হাজার ২০৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৬৩ লাখ টাকা।

দরবৃদ্ধির তালিকার ৩য় স্থানে থাকা এ্যাপেক্স স্পিনিংয়ের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৩ দশমিক ৭৪ শতাংশ। কোম্পানিটি ৮০৭ বারে ১ লাখ ৬০ হাজার ৫৯৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ২৪ কোটি টাকা।

অন্যদিকে দরপতনে দেশবন্ধু পলিমার লিমিটেড কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৮০৩ বারে ৫৫ লাখ ৯২ হাজার ৩৮৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৬ কোটি ৫০ লাখ টাকা।

দরপতনে তালিকায় দ্বিতীয় স্থানে ফু-ওয়াং ফুডের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৬২ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬ হাজার ৮২ বারে ৮৪ লাখ ৪১ হাজার ২৮২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৭ কোটি ৯৪ লাখ টাকা।

দরপতনে তালিকায় তৃতীয় স্থানে থাকা কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৩৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬৭৬ বারে ৫ লাখ ৯১ হাজার ৩৬৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৪৯ লাখ টাকা।