শেয়ারবার্তা ২৪ ডটকম: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আর দরপতনের শীর্ষে উঠে এসেছে মেট্রো স্পিনিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৩ দশমিক ৭৯ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৯৯০ বারে ৮০ লাখ ২ হাজার ৫৬৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৬ কোটি ২৬ লাখ টাকা।

দরবৃদ্ধির তালিকায় ২য় স্থানে থাকা ইউনিয়ন ক্যাপিট্যালের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৩ দশমিক ৩৭ শতাংশ। কোম্পানিটি ৪১০ বারে ১১ লাখ ৬৭ হাজার ৯০৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১ কোটি ৫ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা প্রিমিয়ার ব্যাংকের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৩ দশমিক ০৬ শতাংশ । কোম্পানিটি ২৮৯ বারে ১২ লাখ ৪৮ হাজার ৪৫৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৪৯ লাখ টাকা।

অন্যদিকে মেট্রো স্পিনিং লিমিটেড কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৩৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৬০৭ বারে ২৫ লাখ ৪৭ হাজার ৩৬৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ কোটি ৬৯ লাখ টাকা।

দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে রিপাবলিক ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৮৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩৮৬ বারে ২ লাখ ৯১ হাজার ৫০৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৮ লাখ টাকা।

দরপতনের তালিকায় তৃতীয় স্থানে থাকা ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৭৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ২৩১ বারে ৬ লাখ ৫৯ হাজার ২৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৮৮ লাখ টাকা।