শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি গ্রীনডেল্টা ইন্সুরেন্স মুনাফার খবরে আজ কোম্পানির শেয়ারে চমক দেখিয়েছে। যার কারণে আজ লেনদেনের শুরুতেই কোম্পানিটির শেয়ার সোনার হরিণে পরিণত হয়।দিনের শুরুর কিছুক্ষণের মধ্যেই কোম্পানিটির শেয়ার সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দামে লেনদেন হতে থাকে। লেনদেনের বেশিরভাগ সময়ই আজ কোম্পানিটির শেয়ার বিক্রেতাশুন্য অবস্থায় ছিল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন লেনদেন শুরুর আগেই ডিএসইতে কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের মুনাফার খবর প্রকাশ করা হয়। এতে দেখা যায়, দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ২ টাকা ১৪ পয়সা। যা আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৬ পয়সা।

অর্থবছরের দুই প্রান্তিকে বা ৬ মাসে (জানুয়ারি-জুন’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৮৮ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ৩ টাকা ৮৪ পয়সা।এতে দেখা যায়, দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২৩) কোম্পানিটির ইপিএস কিছুটা বাড়লেও দুই প্রান্তিকে (জানুয়ারি-জুন’২৩) মুনাফা কিছুটা কমেছে।

এদিকে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭৮ শতাংশ। কোম্পানিটি ৯১৮ বারে ১৮ লাখ ৩৫ হাজার ৬১৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৪ কোটি ২১ লাখ টাকা।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, দ্বিতীয় প্রান্তিকে এপ্রিল-জুন’২৩) কোম্পানিটির ইপিএস যে পরিমাণ বেড়েছে, আজ শেয়ারের দাম তার চেয়ে বেশি গতিতে বেড়েছে। কোম্পানিটির শেয়ারের দাম সাধারণ স্বাভাবিক বলে মনে করছেন না তাঁরা। শেয়ারটির পেছনে বড় কোন বিনিয়োগকারীদের হাত রয়েছে।