শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি পরিচালিত তিনটি বে-মেয়াদি মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। ফান্ড তিনটি হচ্ছে-আইসিবি এএমসিএল পেনশনহোল্ডারর্স ইউনিট ফান্ড, আইসিবি এএমসিএল কনভার্টেড ফার্স্ট ইউনিট ফান্ড ও আইসিবি এএমসিএল ইসলামিক ইউনিট ফান্ড। বুধবার (২৬ জুলাই) অনুষ্ঠিত ফান্ড তিনটির ট্রাস্টি কমিটির সভায় সর্বশেষ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করা হয়।
আইসিবি এএমসিএল পেনশনহোল্ডারর্স ইউনিট ফান্ড সর্বশেষ বছরের দ্বিতীয়ার্ধের জন্য ইউনিট প্রতি ১০ টাকা লভ্যাংশ ঘোষণা করেছে। এর আগে গত ২৪ জানুয়ারি এই ফান্ডে ৬ টাকা অন্তর্বর্তী লভ্যাংশ ঘোষণা করা হয়েছিল, যা ইতোমধ্যে বিতরণ করা হয়েছে। চূড়ান্ত লভ্যাংশ নিয়ে ফান্ডটির মোট লভ্যাংশের হার দাঁড়িয়েছে ইউনিট প্রতি ১৬ টাকা।
আইসিবি এএমসিএল কনভার্টেড ফার্স্ট ইউনিট ফান্ডে ইউনিট প্রতি লভ্যাংশ দেওয়া হবে ৫০ পয়সা। আর আইসিবি এএমসিএল ইসলামিক ইউনিট ফান্ডের প্রতি ইউনিটে বিনিয়োগকারীরা লভ্যাংশ পাবেন ৪০ পয়সা।