শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে ৭৫টি কোম্পানির মোট ৪ কোটি ১৪ লাখ ৯৬ হাজার ৯৭৩টি শেয়ার লেনদেন হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ১৪৬ কোটি ০৬ লাখ ৭৪ হাজার টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (২৩ মে) ব্লকে সর্বোচ্চ লেনদেন করা ইসলামী ব্যাংকের ১০৮ কোটি ৯৪ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৫ কোটি ৯৯ লাখ ৩৫ হাজার ও তৃতীয় স্থানে এমারেল্ড অয়েলের ৪ কোটি ৪ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া, ব্লকে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- সি পার্ল রিসোর্ট, লাফার্জ হোলসিম, ফাইন ফুডস, ন্যাশনাল পলিমার, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, বেক্সিমকো এবং সেনা কল্যান ইন্স্যুরেন্স।