শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে ট্যানারি খাতে তালিকাভুক্ত কোম্পানি বাটা সু’র ঘোষিত অন্তবর্তীকালীন নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে প্রেরণ করা হয়েছে। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত সময়েরে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে অন্তবর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়।

সোমবার (১৯ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিটি নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। এর আগে, ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর সমাপ্ত সময়েরে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ২৬০ শতাংশ অন্তবর্তীকালীন লভ্যাংশ দিয়েছিল।