শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবসে ফ্লোর প্রাইসের গুজব ছড়িয়ে একটি চক্র বাজারকে অস্থিতিশীল করায় সূচকের বড় দরপতন হয়েছে। আজ লেনদেনের শুরুতে ফ্লোর প্রাইস তুলে দেওয়া হতে পারে এমন গুজবে ট্রেজারি বা সরকারি বন্ড চালুর দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে ১১৯ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমেছে ২৮২ পয়েন্ট।

মুলত গত দুই মাস যাবত যেসব কোম্পানির শেয়ারের দাম ওপরের দিকে লাগামহীন ছিল, আজ সেসব শেয়ারের দাম নিচের দিকে লাগামহীন হয়েছে। কারসাজির শেয়ারগুলোর ধপাসের কারণে পুঁজিবাজারে বড় পতনের কবলে পড়েছে।

মুলত সূচকের এমন পতনে পাঁচ প্রতিষ্ঠানের দায়ে আজ সূচক কমেছে সাড়ে ৩৬ পয়েন্ট। এই পাঁচ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে: বিকন ফার্মা, লাফার্জহোলসিম, ওরিয়ন ফার্মা, বেক্সিমকো ফার্মা এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড।

জানা যায়, গত দুই মাস ধরে এসব শেয়ার কারসাজির কারণে কয়েক গুন শেয়ার দর বেড়েছে। আজ শেয়ার বিক্রির চাপে এসব শেয়ারের বেশি দরপতন হয়েছে। এর মধ্যে বিকন ফার্মাসিটিক্যালস লিমিটেড সবচেয়ে বেশি সূচক টেনে নামানোর চেষ্টায় ছিলো।

ডিএসইর সূচক নামানোর ক্ষেত্রে আজ কোম্পানিটির দায় ছিলো ১০.৯৩ পয়েন্ট। আজ কোম্পানিটির শেয়ার দর কমেছে ৬.৩৬ শতাংশ। যে কারণে ডিএসইর সূচক কমেছে ১০.৯৩ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩৫৬ টাকা ৬০ পয়সায়।

ডিএসইর সূচক টেনে নামানোর ক্ষেত্রে দ্বিতীয় কোম্পানি ছিল লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর কমেছে ৫.৪১ শতাংশ। এতে আজ ডিএসইর সূচক কমেছে ৯.০৮ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৭০ টাকায়।

ডিএসইর সূচক টেনে নামানোর ক্ষেত্রে তৃতীয় কোম্পানি ওরিয়ন ফার্মাসিটিক্যালস লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর কমেছে ৮.৮৫ শতাংশ। এতে আজ ডিএসইর সূচক কমেছে ৫.৯৯ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৩৪ টাকা ৯০ পয়সায়।

ডিএসইর সূচক টেনে নামানোর ক্ষেত্রে চতুর্থ কোম্পানি বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর কমেছে ৪ শতাংশ। এতে আজ ডিএসইর সূচক কমেছে ৫.৯৩ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৬৩ টাকায়।

ডিএসইর সূচক টেনে নামানোর ক্ষেত্রে পঞ্চম কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর কমেছে ৯.৪৯ শতাংশ। এতে আজ ডিএসইর সূচক কমেছে ৪.৪৪ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১৪২ টাকা ১০ পয়সায়।

অপরদিকে, জুয়াড়ীদের কব্জায় থাকা কপারটেক, মালেক স্পিনিং, বিএসসি, বিবিএস, এডিএন টেলিকম, শাহাজীবাজার পাওয়ার, মেট্রো স্পিনিং, ইয়াকিন পলিমার, বসুন্ধরা পেপারের মতো শেয়ারগুলোর দামও আজ কমেছে সর্বোচ্চ। কোম্পানিগুলোর শেয়ার আজ ডিএসইর দরপতনের শীর্ষ ২০ কোম্পানির তালিকায় স্থান করে নিয়েছে।