শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: দীর্ঘ ছয় বছর বন্ধ থাকার পর পুঁজিবাজারে তালিকাভুক্ত স্বল্প মূলধনী কোম্পানি জুট স্পিনার্স লিমিটেডের পরিচালনা পর্ষদ কারখানাটির পরীক্ষামূলক উৎপাদন শুরু করার কথা জানিয়েছেন। প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানিটি বিনিয়োগকারীদের জানিয়েছে, গত বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) থেকে কোম্পানির কারখানার পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে।

ইতোমধ‌্যে ৩টি গোডাউনের মধ্যে ২টি কাঁচা পাটের গোডাউনের আধুনিকায়ন এবং যন্ত্রপাতি রক্ষাণাবেক্ষনের কাজ সম্পন্ন হয়েছে। বিশাল লোকসানে থাকা কোম্পানিটি পরিচালনা পর্ষদ জানিয়েছেন, পরীক্ষামূলক উৎপাদন সফলভাবে সম্পন্ন হওয়ার পর কোম্পানিটির বাণিজ্যিক উৎপাদনের তারিখ জানানো হবে।