শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক ক‌মেছে সাড়ে ৫০ পয়েন্ট। সূচকের এমন পত‌নে সূচক‌কে টে‌নে নামা‌নোর স‌র্বোচ্চ চেষ্টায় ছি‌লো পাঁচ কোম্পা‌নি। এই পাঁচ কোম্পানির দা‌য়ে আজ ডিএসইর সূচকের পতন হ‌য়ে‌ছে ১৯ প‌য়েন্ট। এই পাঁচ কোম্পা‌নির ম‌ধ্যে র‌য়ে‌ছে ওয়ালটন হাইটেক, সোনালী পেপার, গ্রামীণফোন, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো এবং লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড।

সূত্রমতে, আজ ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সবচেয়ে বেশি সূচক টেনে নামিয়েছে। ডিএসইর সূচক নামানোর ক্ষেত্রে আজ কোম্পানিটির দায় ছিলো ৬.১২ পয়েন্ট। আজ কোম্পানিটির শেয়ার দর ক‌মেছে ১.৬২ শতাংশ। যে কারণে ডিএসইর সূচক ক‌মেছে ৬.১২ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১০৭৬ টাকা ৮০ পয়সায়।

ডিএসইর সূচক টে‌নে নামা‌নোর ক্ষেত্রে দ্বিতীয় কোম্পানি ছিল সোনালী পেপার লি‌মি‌টেড। আজ কোম্পানিটির শেয়ার দর ক‌মেছে ২৭.০১ শতাংশ। এতে আজ ডিএসইর সূচক ক‌মেছে ৪.৯৩ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫৩১ টাকা ৫০ পয়সায়।

ডিএসইর সূচক টে‌নে নামা‌নোর চেষ্টায় তৃতীয় ছিল গ্রামীণফোন লি‌মি‌টেড। আজ কোম্পা‌নি‌টির শেয়ার দর ক‌মেছে ০.৮৫ শতাংশ। এতে আজ ডিএসইর সূচক ক‌মেছে ৪.০১ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩০৩ টাকা ৩০ পয়সায়।

ডিএসইর সূচক টে‌নে নামা‌নোর চেষ্টায় চতুর্থ ছিল ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো বাংলাদেশ লি‌মি‌টেড। আজ কোম্পা‌নি‌টির শেয়ার দর ক‌মেছে ০.৬৬ শতাংশ। এতে আজ ডিএসইর সূচক ক‌মেছে ২.২২ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৫৪৩ টাকা ১০ পয়সায়।

ডিএসইর সূচক টে‌নে নামা‌নোর চেষ্টায় ৫ম ছিল লাফার্জহোলসিম বাংলাদেশ লি‌মি‌টেড। আজ কোম্পা‌নি‌টির শেয়ার দর ক‌মেছে ২.২০ শতাংশ। এতে আজ ডিএসইর সূচক ক‌মেছে ২.১২ পয়েন্ট। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৭১ টাকা ২০ পয়সায়।