শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল ইসলাম বলেন, ‘ব্যাংকের এক্সপোজার লিমিট বন্ড মার্কেট সম্প্রসারণে এক প্রকার বাধা। পুঁজিবাজারে তালিকাভুক্তির সময় বন্ডগুলো এক্সপোজার সীমার আওতায় আসে বলে ব্যাংকগুলি বন্ড তালিকাভুক্তিতে উৎসাহ বোধ করে না, যার ফলে বন্ড মার্কেটে বিনিয়োগ কমে যায়। বন্ড মার্কেটের সমস্যা সমাধানের সময় এসেছে, এখনও সমস্যাগুলোর সমাধান করতে হবে।’

পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগের সীমা বা এক্সপোজার লিমিট নির্ধারণ করে দেয়া হয়েছে, সেটিকে বন্ড মার্কেট সম্প্রসারণে বড় বাধা হিসেবে দেখছেন তিনি। ‘পুঁজিবাজারে বন্ড মার্কেটের প্রতি বিভিন্ন শ্রেণির বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। এখনই বন্ড মার্কেটের উন্নয়ন করতে হবে।’ বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলী লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি) আয়োজিত এক অনলাইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিবলী রুবাইয়াত উল ইসলাম বলেন, ‘ব্যাংকের এক্সপোজার লিমিট বন্ড মার্কেট সম্প্রসারণে এক প্রকার বাধা। পুঁজিবাজারে তালিকাভুক্তির সময় বন্ডগুলো এক্সপোজার সীমার আওতায় আসে বলে ব্যাংকগুলি বন্ড তালিকাভুক্তিতে উৎসাহ বোধ করে না, যার ফলে বন্ড মার্কেটে বিনিয়োগ কমে যায়।’ বন্ড মার্কেটের সমস্যা সমাধানের সময় এসেছে, এখনও সমস্যাগুলোর সমাধান করতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিএসইসি কমিশনার শেখ সামসুদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের পুঁজিবাজারে বর্তমানে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) শতভাগ উন্নিত করতে হবে। এজন্য হয়ত আমাদের আরও ৫ থেকে সাত বছর অপেক্ষা করতে হবে। এই সময়ে পুঁজিবাজারে আরও পাঁচ গুণ কোম্পানি তালিকাভুক্ত করতে হবে।’

তিনি বলেন, ‘তালিকাভুক্তির মাধ্যমে পুঁজিবাজারের ব্যাপ্তি বড় হলেও ফান্ডামেন্টাল বা ভালো মানের কোম্পানি তালিকাভুক্তিতে ইস্যু ম্যানেজারদের কাজ করতে হবে। তালিকাভুক্ত হওয়ার পরেও একটি কোম্পানির সঠিক মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) প্রকাশ করতে হয়। এক্ষেত্রে কিছু ব্যতিক্রমও পাওয়া যায়। কোম্পানিগুলো যাতে সঠিক পিএসআই নিশ্চিত করে তার জন্য আমাদের কাজ করতে হবে।’ সেমিনারে মূল গবেষণাপত্র উপস্থাপন করেন রিভারস্টোন ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফ আহমেদ।

বিএপিএলসি সভাপতি আজম জে চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে ডিএসইর চেয়ারম্যান ইউনুসুর রহমান এবং সিএসই চেয়ারম্যান আসিফ ইব্রাহিম, এসিআই গ্রুপের চেয়ারম্যান এম আনিস উদ দৌলা, এমসিসিআই সভাপতি নিহাদ কবিরও বক্তব্য রাখেন। সেমিনারের সঞ্চালনা করেন বিএপিএলসি র সহ-সভাপতি রিয়াদ মাহমুদ।