শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: বীমা খাতের কোম্পানিতে আগ্রহ কম বিদেশিদের। যে কারণে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫১টির মধ্যে ৪০টি বিমা কোম্পানিরই বিদেশি বিনিয়োগশুন্য। কোম্পানিগুলো হলো- অগ্রণী ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স,

এক্সপ্রেস ইন্স্যুরেন্স, ফেডারেল ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ, জনতা ইন্স্যুরেন্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, নিটল ইন্স্যুরেন্স, নর্দার্ণ ইসলামী ইন্স্যুরেন্স, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, ফনিক্স ইন্স্যুরেন্স,

পাইওনিয়ার ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, প্রগতী ইন্স্যুরেন্স, প্রগতী লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স, সানলাইফ ইন্স্যুরেন্স এবং ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বীমা খাতের কোম্পনিগুলোর মধ্যে ১১টিতে যৎসামান্য বিদেশি বিনিয়োগ রয়েছে। সেগুলো হলো- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ঢাকা ইন্স্যুরেন্স, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স এবং তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড।

এর মধ্যে আগস্টে বিদেশি বিনিয়োগ কমেছে সিটি জেনারেল ইন্স্যুরেন্সে, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সে এবং ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে। অন্যদিকে, আগস্টে বিদেশি বিনিয়োগ বেড়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সে, ক্রিস্টাল ইন্স্যুরেন্সে এবং প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে। আর আগস্টে বিদেশি বিনিয়োগ অপরিবর্তিত রয়েছে ঢাকা ইন্স্যুরেন্সে, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সে, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সে এবং তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সে।

বিদেশি বিনিয়োগ বেড়েছে: বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স : জুলাই বিদেশী বিনিয়োগ ছিল ০.০২ শতাংশ। যা আগস্ট মাসে ০.০২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ০.০৪ শতাংশে।

ক্রিস্টাল ইন্স্যুরেন্স : জুলাই বিদেশী বিনিয়োগ ছিল ০.০৩ শতাংশ। যা আগস্ট মাসে ০.০১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ০.০৪ শতাংশে। প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স : জুলাই বিদেশী বিনিয়োগ ছিল ০.০৪ শতাংশ। যা আগস্ট মাসে ০.০২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ০.০৬ শতাংশে।

বিদেশি বিনিয়োগ কমেছে: সিটি জেনারেল ইন্স্যুরেন্স : জুলাই মাসে বিদেশী বিনিয়োগ ছিল ০.২০ শতাংশ। যা আগস্ট মাসে ০.০১ শতাংশ কমে দাঁড়িয়েছে ০.১৯ শতাংশে।

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স : জুলাই মাসে বিদেশী বিনিয়োগ ছিল ০.৪৪ শতাংশ। যা আগস্ট মাসে ০.২২ শতাংশ কমে দাঁড়িয়েছে ০.২২ শতাংশে। ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স : জুলাই মাসে বিদেশী বিনিয়োগ ছিল ০.৮১ শতাংশ। যা আগস্ট মাসে ০.১০ শতাংশ কমে দাঁড়িয়েছে ০.৭১ শতাংশে।