শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি রেকিট বেনকিজার প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ, ২০২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিটির প্রথম প্রান্তিকে গত বছরের তুলনায় ইপিএস বেড়েছে ৬০ শতাংশ।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৪ টাকা ০৪ পয়সা। এর আগের বছর একই সময়ে ইপিএস ছিল ১৫ টাকা ৪৬ পয়সা।

৩১ মার্চ শেষে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৬৬ টাকা ৬৮ পয়সা। শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১০০.৬৭ টাকা।